সামনে সীমাহীন নীল ৷ যত দূর চোখ যায় চারি দিকে কেউ নেই ৷ শীতের ভোরের কন কনে ঠান্ডা বাতাস ৷ কুয়াশা ভেজা বালু চড়ে এক মনে বসে আশে শান্ত ৷ কি যেন অজানা সব চিন্তার মাঝে হারিয়ে গেছে ৷ এভাবে কতক্ষণ বসে আছে তার কোনও হিসেব নেই ৷ গত ১ মাস এভাবেই চলছে ওর ৷ প্রতিদিন নিয়ম করে ভোর বেলায় সূর্য উঠার আগে এসে বসে পৃথিবীর দীর্ঘতম সৈকত এ ৷ আবার সৈকত মানুষের কল কাকলীতে ভড়ে ওঠার আগেই চলে যায় ৷ একটা বোট নিয়ে যত দূর সম্ভব চলে যায় ৷ মানুষের কোলাহলের প্রতি যেন একটা বিতৃষ্ণা জন্মেছে ওর ৷ দূরে অনেক দূরে যেখানে মানুষের কোলাহল পৌঁছে না সেখানে বোট ভাসিয়ে বসে থাকে ৷ বিশাল এই সমুদ্রের মাঝে নিজেকে তখন কত্ত ছোটো লাগে ৷ সবচেয়ে অবিশ্বাস্য লাগে রাতে ৷ বিশাল এক সমুদ্রে ঘুট ঘুটে অন্ধকার ৷ যেদিকে তাকাও অন্ধকার ৷ যেন অন্য এক জগৎ ৷ ইচ্ছে করে শান্ত বোটের লাইট গুলোও জ্বালায় না ৷ কিছু কিছু অনুভূতি আছে ভাষায় প্রকাশ করার মত না ৷ এই অনুভূতিটা হয়তো সেরকম কিছুই হবে ৷

বোটের এক কোনে হেলান দিয়ে শান্ত প্রকৃতিকে উপভোগ করার চেষ্টা করে ৷ কখনো সমুদ্রের ভয়ংকর গর্জনে বুক কেপে উঠে ৷ আবার কখনো মৃদু ঢেউ এ মনটা অনন্দে ভরে উঠে ৷ কখনো আকাশের দিকে তাকিয়ে তারার রাজ্যে হারিয়ে যায় ৷ কল্পনা আর অসাধারণ অনুভূতি মিলিয়ে কখনো গ্রহ থেকে গ্রহান্তরে মনের কল্পনা ছুটে চলে অমনি হয়তো দূর থেকে কোনও বোটের শব্দ কল্পনায় ব্যাঘাত ঘটায় ৷ তখনি আবার আরও দূরে চলে যায় আরও দূরে যেখানে মানুষের কোলাহল নেই ৷